Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভেস্তে গেছে হাত ধোয়া প্রকল্প

সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ 

ভেস্তে গেছে হাত ধোয়া প্রকল্প

করোনা অতিমারিকালে ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ছিল বারবার সাবান-পানি দিয়ে হাত ধোয়া। সে সময় কিশোরগঞ্জের ৪১ স্থানে সাধারণ মানুষের হাত ধোয়ার সুব্যবস্থার জন্য বেসিন বসায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। এই সুবিধা করোনার পর বহাল রাখার সম্ভাবনা থাকলেও কয়েক মাসের মধ্যে রক্ষণাবেক্ষণের অভাবে বেশির ভাগ বেসিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

ডিপিএইচই বলছে, এসব বেসিনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের ছিল না। যেসব প্রতিষ্ঠান বা হাটবাজারে এগুলো দেওয়া হয়, তাদের রক্ষণাবেক্ষণের জন্য বলা হয়েছিল। কিন্তু কেউ নজর না দেওয়ায় কোনো সুফল মেলেনি। তবে অনুসন্ধান বলছে, এ ব্যাপারে ডিপিএইচই কর্তৃপক্ষেরও কোনো তদারকি ছিল না।

ডিপিএইচই কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের অধীনে জেলায় মোট ৪১টি স্থায়ী বেসিন বসানো হয়। প্রতিটির জন্য বরাদ্দ ছিল ৩০ হাজার টাকা। সে হিসাবে মোট ব্যয় হয়েছে ১২ লাখ ৩০ হাজার টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, ৩০টির বেশি বেসিন বর্তমানে ব্যবহারের অনুপযোগী। যেসব প্রতিষ্ঠানে বা হাটবাজারে বেসিন দেওয়া হয়েছিল, সেসব প্রতিষ্ঠান বা হাটবাজারের কর্তাব্যক্তিদের বেসিন পরিচালনার বিদ্যুৎ বিল দিতে হতো। তাই অনেকে বেসিন ব্যবহার বন্ধ করে দিয়েছেন। মূলত বিদ্যুতের সুব্যবস্থা নিশ্চিত না করে এ প্রকল্প নেওয়ায় তা কার্যত কোনো কাজে আসেনি। এখন বেশির ভাগ বেসিনের পাশে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকে। কিছু বেসিনের নিচের অংশ ভাঙা পাওয়া গেছে। কোনো কোনো বেসিনের কলের মুখটি পর্যন্ত নেই।

কিশোরগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী মীর সাত্তার উদ্দিন বলেন, যেসব প্রতিষ্ঠান বা হাটবাজারে বেসিন দেওয়া হয়েছিল, সেখানকার কর্তাব্যক্তিদের অবহেলার কারণে সরকারের লাখ লাখ টাকার সম্পদ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।

জেলা ডিপিএইচইর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, করোনা-পরবর্তী সময়ে মানুষের হাত ধোয়ার অভ্যাস কমে যাওয়ায় এসব বেসিন অনেকে ব্যবহার করেন না। তাই বেশির ভাগই অকেজো হয়ে পড়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ