Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গুদামের চাল চুরির অভিযোগে কর্মকর্তাকে বদলি

ফুলতলা প্রতিনিধি

গুদামের চাল চুরির অভিযোগে কর্মকর্তাকে বদলি

খুলনার ফুলতলা সরকারি খাদ্যগুদাম থেকে ২ হাজার কেজি চাল চুরির অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসানকে মহেশ্বরপাশা খাদ্যগুদামে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর ফুলতলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের নির্দেশে ২ হাজার কেজি চাল বিক্রির পর নওয়াপাড়ায় ক্রেতা আল আমিনের গুদামে পৌঁছাতে গিয়ে যুগ্নিপাশা এলাকায় চাল ভর্তি নছিমনসহ চালক শহিদুল জমাদ্দার জনতার হাতে আটক হন। খবর পেয়ে ফুলতলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নছিমনসহ চাল জব্দ ও চালক শহিদুলকে আটক করে। পরে এসআই জাকির শিকদার বাদী হয়ে শহিদুল জমাদ্দার, গুদাম শ্রমিক আয়ুবআলী ও নওয়াপাড়ার চাল ব্যবসায়ী আল আমিনসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে থানায় মামলা করেন।

এ ঘটনায় খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেনের নির্দেশে জেলা সহকারী খাদ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে প্রধান এবং কারিগরি পরিদর্শক মো. নোমান ও ফুলতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মিজানুর রহমানকে সদস্য করে তদন্ত কমিটি গঠিত হয়।

তদন্ত কমিটি খাদ্য গুদামের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষ্য গ্রহণ এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে চাল বিক্রির ঘটনাটি নিশ্চিত হন। কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, নিরাপত্তা কর্মী আমিনুল ইসলাম, মোজাম্মেল হোসেন, জাকারিয়া ও শ্রমিক সরদার আবদুল মান্নানের সংশ্লিষ্টতা উল্লেখ এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনে মহাপরিচালকের কাছে সুপারিশ করা হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ