হোম > ছাপা সংস্করণ

মিলি হয়ে ফিরলেন খেয়ালি

বিনোদন ডেস্ক

স্টার জলসায় পরপর এসেছে নতুন দুই ধারাবাহিক—‘বিয়ে আজকাল’ ও ‘তোমাদের রাণী’। এ দুই সিরিয়ালের সঙ্গে লড়তে প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলা নিয়ে এল নতুন ধারাবাহিক ‘মিলি’। নাম ভূমিকায় রয়েছেন খেয়ালি মণ্ডল।

‘আলতাফড়িং’ সিরিয়ালে ফড়িং চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। মিলিতে খেয়ালি আছেন এক মিষ্টি মেয়ের চরিত্রে, যার চোখে বউ হওয়ার স্বপ্ন। খেয়ালির বিপরীতে রয়েছেন অনুভব কাঞ্জিলাল। ‘সম্পূর্ণা’ ওয়েব সিরিজ দিয়ে পরিচিতি তাঁর। এটা তাঁর প্রথম টিভি সিরিয়াল। 

মিলি সিরিয়ালের প্রোমোতে দেখা গেছে, বিয়েবাড়িতে সাজতে ব্যস্ত মিলি। হবু বর রাহুল ফোন করে বলে, তার দেওয়া হিরের নেকলেস পরে ছবি তুলে পাঠাতে। কিন্তু মিলি চায় শুভদৃষ্টির সময় মুখ দেখাতে। হঠাৎ এক লোক এসে গুলি ছুড়তে থাকে। বিয়ের আসর পণ্ড হয়ে যায়। প্রাণভয়ে পালায় সবাই। মিলিকে রেখে পালিয়ে যায় তার হবু বর। পানপাতা সরিয়ে মিলি সেই বন্দুকধারীকে দেখে। এরপর অচেতন হয়ে যায়। 

জ্ঞান ফিরতেই নিজেকে এক অচেনা জায়গায় আবিষ্কার করে মিলি। বন্দুকধারী যুবকের কলার চেপে ধরে জানতে চায়, সে কেন তার এত বড় ক্ষতি করল? যুবকটি জানায়, ক্ষতি নয়, সে বরং উপকারই করেছে। রাহুলের সঙ্গে বিয়ে হলে সর্বনাশ হয়ে যেত মিলির।

নিজের পরিচয় দিয়ে সে বলে, তার নাম সূর্য। মিলিকে বিপদের হাত থেকে বাঁচাতেই তার আগমন। এই সূর্যের চরিত্রে দেখা যাবে অনুভবকে। আর রাহুল চরিত্রে ধ্রুবজ্যোতি সরকার। 

বিয়ে ভেঙে দিয়ে মিলিকে কোন বিপদের হাত থেকে বাঁচাল সূর্য? সে উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের গল্পে। ২৫ সেপ্টেম্বর থেকে জি বাংলায় শুরু হয়েছে ‘মিলি’র প্রচার।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন