হোম > ছাপা সংস্করণ

টিকে থাকার গল্পে জাহ্নবী

বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে হেলেন। উচ্চশিক্ষার উদ্দেশে কানাডায় যাওয়ার স্বপ্ন তার। মা নেই। তাই বাবার কাছেই হেলেনের সব আবদার। বাবাকে যেমন সে ভালোবাসে, শাসনও করে। কানাডায় যাওয়ার সব প্রক্রিয়া শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে, এই ফাঁকে হেলেন কাজ নেয় একটি রেস্তোরাঁয়।

ভালোই কাটছিল দিন। হঠাৎ এক রাতে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সারা দিন ডিউটি করে ফেরার আগে কোনো এক কাজে হেলেন ঢুকেছিল রেস্তোরাঁর ফ্রিজারে। বাইরে থেকে ভুল করে ফ্রিজারের দরজা লক করে দেয় কেউ। ভেতরে আটকে পড়ে হেলেন।

এরপরের গল্পটি টিকে থাকার। ফ্রিজারের মাইনাস ১৬ ডিগ্রি তাপমাত্রায় নিজেকে কীভাবে বাঁচাবে হেলেন, সেই শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে তৈরি হয়েছিল মালয়ালম সিনেমা ‘হেলেন’। মাথুকুট্টি জেভিয়ার পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। হেলেনের সেই গল্প আবার আসছে ফিরে। মাথুকুট্টি জেভিয়ার এবার গল্পটি বানিয়েছেন হিন্দিতে।

যেহেতু রিমেক, তাই গল্প একই থাকলেও বদলে গেছে সিনেমার নাম ও অভিনয়শিল্পীরা। মালয়ালম সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন আন্না বেন। হিন্দিতে এ চরিত্রে আছেন জাহ্নবী কাপুর। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘মিলি’। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে ‘মিলি’, শনিবার প্রকাশ পেয়েছে ট্রেলার।

সারভাইভাল সিনেমা নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে একধরনের উন্মাদনা বরাবরই আছে। এ বছর হলিউডের সারভাইভাল সিনেমা ‘ফল’ নিয়েও যথেষ্ট মাতামাতি দেখা গেছে। জাহ্নবী আশা করছেন, ‘মিলি’র যে সাসপেন্স, নিশ্চিত মৃত্যু জেনেও নিজেকে বাঁচাতে মেয়েটির যে প্রাণপণ চেষ্টা, সেটা সবাইকে উদ্দীপ্ত করবে, নতুনভাবে ভাবাবে।

জাহ্নবী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সানি কৌশল, মনোজ পাওহা, হাসলিন কর, রাজেশ, সঞ্জয় সুরি প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান আর গান লিখেছেন জাভেদ আখতার। আগামী ৪ নভেম্বর হলে আসবে ‘মিলি’। এরপর মুক্তি পাবে নেটফ্লিক্সে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন