বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে হেলেন। উচ্চশিক্ষার উদ্দেশে কানাডায় যাওয়ার স্বপ্ন তার। মা নেই। তাই বাবার কাছেই হেলেনের সব আবদার। বাবাকে যেমন সে ভালোবাসে, শাসনও করে। কানাডায় যাওয়ার সব প্রক্রিয়া শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে, এই ফাঁকে হেলেন কাজ নেয় একটি রেস্তোরাঁয়।
ভালোই কাটছিল দিন। হঠাৎ এক রাতে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সারা দিন ডিউটি করে ফেরার আগে কোনো এক কাজে হেলেন ঢুকেছিল রেস্তোরাঁর ফ্রিজারে। বাইরে থেকে ভুল করে ফ্রিজারের দরজা লক করে দেয় কেউ। ভেতরে আটকে পড়ে হেলেন।
সারভাইভাল সিনেমা নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে একধরনের উন্মাদনা বরাবরই আছে। এ বছর হলিউডের সারভাইভাল সিনেমা ‘ফল’ নিয়েও যথেষ্ট মাতামাতি দেখা গেছে। জাহ্নবী আশা করছেন, ‘মিলি’র যে সাসপেন্স, নিশ্চিত মৃত্যু জেনেও নিজেকে বাঁচাতে মেয়েটির যে প্রাণপণ চেষ্টা, সেটা সবাইকে উদ্দীপ্ত করবে, নতুনভাবে ভাবাবে।