বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছরে ঢালিউডে অভিষেক হয়েছে আদর আজাদের। এবার এ অভিনেতা অভিনয় করছেন ওয়েব সিনেমায়। ‘এখানে নোঙ্গর’ নামের সিনেমাটি বানাচ্ছেন মেহেদী রনি। এতে সারেং রূপে দেখা যাবে আদরকে। তিনি বলেন, ‘সাধারণত ওয়েব ফিল্ম মানেই ডার্ক, থ্রিলার, ক্রাইমের গল্প দেখা যায়। এটি একেবারেই বিপরীত। দর্শকদের ভালো লাগার মতো একটি গল্প।’
‘এখানে নোঙ্গর’ সিনেমায় আদরের সঙ্গে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া। এতে জাহাজের সারেংয়ের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যান্য চরিত্রে আরও আছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। সিনেমার প্রথম লটের শুটিং হয়েছে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে। বাকি অংশের শুটিংয়ের জন্য আজ বরিশাল যাচ্ছে ‘এখানে নোঙ্গর’ সিনেমার টিম।