
যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ১৩ আওয়ামী লীগের নেতাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর ফেসবুক পেজে এই বহিষ্কার সংক্রান্ত দলীয় প্যাডে দেওয়া একটি নোটিশ পোস্ট করা হয়।
বহিষ্কার হওয়া ১৩ নেতা হলেন পাশাপোলের আব্দুল মতলেব হোসেন ও শাহিন রহমান। সিংহঝুলির মো. বাদল ও আব্দুল হামিদ মল্লিক। ধুলিয়ানীর আলাউদ্দিন এবং এস এম মোমিনুর রহমান।
জগদীশপুরের মাস্টার সিরাজুল ইসলাম ও আজাদ রহমান খান। স্বরুপদাহের নুরুল কদর, শেখ আনোয়ার হোসেন এবং রফিকুল ইসলাম খোকন। নারায়নপুরের আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুৎ। সুখপুকুরিয়ার নুরুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী সন্ধ্যায় মুঠোফোনে ১৩ নেতার বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।