হোম > ছাপা সংস্করণ

হলিউডের আলোচিত ঘটনা

বিনোদন ডেস্ক

২০২১ ছিল ঘটন-অঘটনের একটি বছর। বেশ কিছু ঘটনা আলোচিত-সমালোচিত হয়েছে বছরের বিভিন্ন সময়। বছর শেষে বিভিন্ন সময়ের সেই আলোচিত ঘটনাগুলো দেখে নেওয়া যাক আরেকবার

অভিনেতার গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি শুটিং স্পটে ‘রাস্ট’ ছবির শুটিংয়ে অভিনেতা অ্যালেক বল্ডউইনের হাতে থাকা প্রপসের বন্দুক থেকে বেরিয়ে আসা বুলেটের আঘাতে মারা যান চিত্রগ্রাহক হ্যালেনা হাটচিনস। গুরুতর আহত হন ছবির পরিচালক জোল সুজা।

সারা বছর টমের বিপদ

‘মিশন ইম্পসিবল সেভেন’ ছবির শুটিং নিয়ে বছরব্যাপী আলোচনায় ছিলেন টম ক্রুজ। দুই দফা করোনায় আক্রান্ত হন টম ক্রুজসহ ইউনিটের কলাকুশলীরা। শুটিং সেটে আগুন লাগে। চুরি হয়ে যায় টম ক্রুজের ব্যবহৃত দামি গাড়ি, ব্যক্তিগত লাগেজ, জরুরি কিছু কাগজপত্র ও নগদ অর্থ।

আফগানসংকটে পাশে

আফগানিস্তানে তালেবান সরকারের ক্ষমতা দখলের পর উদ্বিগ্ন হয়ে পড়েন সেদেশের সংস্কৃতিকর্মীরা। সংকটাপন্ন এ অবস্থায় সেখানকার নারীদের জন্য সাহায্যের আহ্বান জানান হলিউডসহ সারাবিশ্বের অনেক তারকা।

নারী শক্তির জয়গান

৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবকে কোভিড-পরবর্তী সবচেয়ে ঝলমলে আসর বলা যায়। জনপ্রিয় তারকায় ঠাসা ছিল এবারের আসর। তবে আলোচনায় ছিল নারী জাগরণ। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য—সব নারীদের দখলে। এই বছর কান চলচ্চিত্র উৎসবেও সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছেন নারী নির্মাতা জুলিয়া। এমনকি বিচারকের তালিকায় ছিল নারীদের আধিক্য।

পিট জলি বিবাদ

ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে মামলা লড়ছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এ বছর রায় হয়েছে। মামলায় হেরেছেন জোলি। পিট পাঁচ সন্তানের যৌথ অভিভাবকত্ব দাবি করেছিলেন। আদালত তাঁর পক্ষেই রায় দিয়েছেন।

১৩ বছর পর মুক্ত ব্রিটনি

দীর্ঘ ১৩ বছর পর পপতারকা ব্রিটনি স্পিয়ার্সের ব্যক্তিগত ও আর্থিক দায়দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তাঁর বাবা জ্যামি স্পিয়ার্স। এত দিন মেয়ের ব্যক্তিগত জীবন ও অর্থ-সম্পত্তি দেখাশোনার জন্য আইনি তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত ছিলেন বাবা জেমি স্পিয়ার্স। কিছুদিন আগে আদালতে ব্রিটনি তাঁর বাবার বিরুদ্ধে অর্থের অপব্যবহারের অভিযোগ তোলেন।

সালতামামির অন্যান্য আয়োজন: 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন