আজকের পত্রিকা ডেস্ক
বিজয়ের ঠিক আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে পাকিস্তানি হানাদার ও সহযোগীরা। প্রতি বছর এই দিনটি তাই বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে জাতি। বরিশাল নগরী ও বিভিন্ন উপজেলায়ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
বরিশাল নগর: দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে টর্চার সেল ও বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরিশালের সিটি মেয়রের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলরসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন দলীয় নেতারা। এ ছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর বিএনপি, বরিশাল শিক্ষা বোর্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কীর্তনখোলা তীরের বধ্যভূমিতে।
হিজলা: উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে গতকাল বেলা ১১টার সময় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী।
আগৈলঝাড়া: উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
মুলাদী: সকাল ১০টায় পৌরসভার পাতারচর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা অর্পণ ও আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী। হয়।
উজিরপুর: উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুসহ অন্যেরা। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া, মোনাজাত ও আলোচনা সভা করেছে।