ভারতের জাতীয় রাজনীতিতে কংগ্রেসের শক্তিক্ষয় অব্যাহত রয়েছে। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ভগবত ঝা আজাদের ছেলে এবং ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলেক সদস্য, সাবেক সাংসদ কীর্তি আজাদ গতকাল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। তাঁকে দলে বরণ করে নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীর্তি বলেন, ‘মমতাদির মতো নেত্রীই পারে দেশকে বাঁচাতে।’
বিহারে বিজেপির জোটসঙ্গী ‘সংযুক্ত জনতা দলের’ নেতা পবন ভার্মাও যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে। সাবেক কূটনীতিক পবনের মতে, ‘ভারতীয় রাজনীতিতে মমতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নেত্রী।’
তৃণমূল সাংসদ ডা. শান্তনু সেনের মতে, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি, গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরিও থেকে শুরু করে একঝাঁক কংগ্রেস নেতা বিজেপিকে হারানোর জন্যই তৃণমূলে যোগ দিয়েছেন।