হোম > ছাপা সংস্করণ

রাজকুমারের নতুন চ্যালেঞ্জ

বিনোদন ডেস্ক

সমকামীদের দেখলে আজও সমাজের অনেকে ভ্রু কুঁচকায়। এমন মানুষদের বাঁকা চোখে দেখাটা সমাজের বহুদিনের নিয়ম। বলিউডের বেশ কিছু সিনেমায় ফুটে উঠেছে এই বিষয়। এই সমস্যার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ‘বাধাই দো’। সমাজের সঙ্গে দুই সমকামীর লড়াইকে দেখানো হয়েছে কৌতুকের মোড়কে। মূল চরিত্রে রাজকুমার রাও ও ভূমি পেড়নেকর। ১১ ফেব্রুয়ারি সিনেমা হলে আসছে ‘বাধাই দো’।

‘বাধাই হো’র সিক্যুয়েল ভাবলে ভুল করা হবে। কারণ এই সিনেমা পুরোপুরি অন্য গল্প বলে। ‘বাধাই দো’র গল্প অনুযায়ী, রাজকুমার ও ভূমি দুজনেই সমকামী। কিন্তু তাদের পরিবার-পরিজনের কারোরই এ কথা জানা নেই। অতঃপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুই পরিবার যখন বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে, তখনই বাধে বিপত্তি। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ না থাকায় সংসার করা নিয়েই চিন্তিত হয়ে পড়ে তারা। অবশেষে রাজকুমার মনে করে বিয়েই হতে পারে এই দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়। বিয়ে হবে, সংসার হবে, যে যার মতো জীবন কাটাবে।

সমাজ, পরিবারের চোখরাঙানির হাত থেকে মুক্তি পেতে ভূমিকে বিয়ে করে রাজকুমার। এরপরই সংসারে নিত্যনতুন সমস্যার উদ্রেক। কৌতুকের মোড়কে তুলে ধরা হয় এক কঠিন বাস্তবতা। ‘বাধাই দো’ সিনেমাটি প্রচলিত ধ্যানধারণা নিয়ে সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করাবে বলে মনে করেন রাজকুমার। সিনেমাটিকে তাই নতুন চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি। গত বছর মুক্তি পেয়েছিল রাজুকমারের ‘রুহি’। কিন্তু আশানুরূপ ব্যবসা করতে পারেনি। নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে ‘বাধাই দো’। রাজকুমার বলেন, ‘আমি চাই আমার চরিত্রগুলো বহুদিন বেঁচে থাকুক। আজ দর্শক দেখে বিনোদিত হয়ে কাল ভুলে যাবে তা চাই না। এই সিনেমা আজ দর্শক দেখবে, বহু বছর পরও খুঁজবে এমন সাহসী সিনেমা হয়েছিল।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন