বাগমারায় গত রোববার সন্ধ্যায় সেতুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের লাশটি কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই লাশের ময়নাতদন্ত করা হয়।
ময়নাতদন্ত শেষে দাফনের জন্য বাগমারা থানা-পুলিশের পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে নবজাতকের লাশটি হস্তান্তর করা হয়।
রোববার সন্ধ্যার পর উপজেলার মোহনগঞ্জ এবং মাদারীগঞ্জ হাটের মধ্য দিয়ে প্রবাহিত বারনই নদীর ওপর অবস্থিত সেতুর নিচে কাপড়ে মোড়ানো একটি শিশুর লাশ দেখতে পান এক মৎস্য ব্যবসায়ী। পরে হাটের লোকজন থানায় খবর দেয়। পুলিশ এসে কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করে। মৃত শিশুটি কন্যা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, মৃত নবজাতকটি কিছুদিনের মধ্যেই স্বাভাবিকভাবে ভূমিষ্ট হওয়ার সম্ভাবনা ছিল।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, কে বা কারা নবজাতককে সেতুর নিচে ফেলে গেছে, তা তদন্ত করা হচ্ছে। মৃত নবজাতকের ময়নাতদন্ত করা হয়েছে। শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। তাই দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।