বিনোদন ডেস্ক
আজ থেকে জি বাংলায় প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘মুকুট’। সপ্তাহের সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় দেখা যাবে ধারাবাহিকটি। নারীশক্তির কাহিনি নিয়ে তৈরি এ সিরিয়ালে প্রধান চরিত্রে আছেন শ্রাবণী বুনিয়া। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অর্ঘ্য মিত্র। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শুভাশিস মুখোপাধ্যায়, শ্রীপর্ণা রায়, অপূর্ব ঘোষের মতো অভিনেতারা। পরিচালনায় স্নেহাশিস চক্রবর্তী।
‘মুকুট’ সিরিয়াল তৈরি হয়েছে এমন এক মেয়ের গল্প নিয়ে, যার বাবা একজন প্রতিমাশিল্পী। দুর্গা প্রতিমা তৈরিতে পারদর্শী তিনি। বাবার মতো মুকুটও বিশ্বাস করে, একজন মা অস্ত্র, রক্তপাত, সহিংসতা দিয়ে নয়; ভালোবাসা দিয়ে সমস্ত বাধা জয় করে। তাই দুর্গার হাতে অস্ত্রের বদলে ফুল তুলে দেয় মুকুট। পরম বিশ্বাসে সে বলে, ‘মা তো ভালোবাসারও রূপ, এবার নাহয় অস্ত্রের বদলে ফুল হাতে গৌরী রূপে পূজা হোক।’
গল্পের একপর্যায়ে মুকুট বিয়ে করে রায়ানকে। পেশায় একজন আইনজীবী রায়ান, নারী পাচারের বিরুদ্ধে লড়াই করে। একসময় শ্বশুরবাড়ির একটি সত্যি সামনে আসে মুকুটের। সে জানতে পারে, শ্বশুরবাড়ির একজন সদস্য নারী পাচারের সঙ্গে জড়িত। এখান থেকে গল্পে আসে মোড়। মুকুট বুঝতে পারে না, পারিবারিক বন্ধন নাকি সামাজিক দায়িত্ব—কোনটিকে সে বেছে নেবে!
‘মাধবীলতা’র পর ‘মুকুট’ সিরিয়ালে আরও একবার প্রতিবাদী, লড়াকু ও সাহসী মেয়ের চরিত্রে দেখা যাবে শ্রাবণীকে। এর আগে ‘কনক কাঁকন’, ‘জীবন সাথী’, ‘রাখী বন্ধন’-এর মতো সিরিয়ালে অভিনয় করে সবার মন জয় করেছেন তিনি। নতুন এই মেগা টিআরপি তালিকায় কেমন প্রভাব ফেলতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।