কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও ডায়াবেটিক হাসপাতালে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে হাসপাতাল চত্বরে এক আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আআমস আরেফীন সিদ্দিক।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) সাইদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বিখ্যাত হৃদ্রোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ড. এস আর খান। বিশেষ অতিথির বক্তব্য দেন বারডেম হাসপাতালের পরিচালক ফারুক আজম খান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডা. আব্দুল মোমেন, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন।
প্রধান অতিথি বলেন, ‘সারা বিশ্বে ডায়াবেটিস বাড়ছে। সুস্থ-সবলভাবে বেঁচে থাকতে হলে নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করতে হবে। নিয়মতান্ত্রিক জীবন-যাপন করতে হবে। তাহলেই আমরা সুস্থ থাকতে পারব।’
এ দিকে এ দিন ঢাকার বাইরে প্রথমবারের মতো কুষ্টিয়া ডায়াবেটিক সমিতিতে ডায়াবেটিস রোগীদের ডিজিটাল নিবন্ধন উদ্বোধন করা হয়। এর মাধ্যমে যেকোনো ডায়াবেটিস রোগী ডিজিটাল পদ্ধতিতে দেশের যে কোনো ডায়াবেটিক সমিতি থেকে চিকিৎসাসেবা নিতে পারবেন এবং মেডিকেল রেকর্ড সংগ্রহ করতে পারবেন।