নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দার ফুলসুতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এতে আনোয়ার হোসেন লাবলু (ফুটবল প্রতীক) ৩৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ফজলুল হক হারুন (মোরগ প্রতীক) পেয়েছেন ৩৪৭ ভোট।
দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর নগরকান্দার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ হয়। এর মধ্যে ফুলসুতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের দুজন প্রার্থী ৩২৪ করে ভোট পান।