Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ঋণ না পেয়েও সফল মজিদ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ঋণ না পেয়েও সফল মজিদ

দিনাজপুরের ফুলবাড়ীতে মাছ চাষ এবং মুরগি ও গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন মো. আব্দুল মজিদ মণ্ডল। এসব ক্ষেত্র থেকে তাঁর বছরে ১০ লাখ টাকা আয় হচ্ছে। তাঁর খামারে কাজ করে গ্রামের অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে।

আব্দুল মজিদ ফুলবাড়ী পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের সাবেক কাউন্সিলর মৃত গেলাম মোস্তফার ছেলে। জানা গেছে, বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব পড়ে মজিদের কাঁধে। এরপর সংসার চালাতে তিনি তাঁর বাবার রেখে যাওয়া কৃষিজমিতে মাছের ঘের, গরু ও মুরগির খামার করেন। এ ছাড়া নিজের মালিকানায় তিনি একটি সেচপাম্প বসিয়েছেন।

মজিদের খামারে গিয়ে দেখা গেছে, ফুলবাড়ী পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের পাশে পাঁচ একর জমিতে গড়ে তুলেছেন মাইশা ডেইরি ফার্ম ও সিজান পোলট্রি ফার্ম নামের দুটি খামার। এই খামারের সঙ্গে রয়েছে দুটি পুকুর, সেখানে ছাড়া রয়েছে দেশি জাতের মাছ, শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ দেওয়া এবং খামারসহ পুকুরের পানির প্রবাহ ঠিক রাখার জন্য ব্যক্তি মালিকানায় বসিয়েছেন একটি সেচপাম্প। খামারে কর্মরতদের রান্নার জন্য গরুর গোবর দিয়ে একটি বায়োগ্যাস প্ল্যান্ট করেছেন। খামারের চার পাশ দিয়ে চাষ করা হয়েছে সবজিসহ ভুট্টা ও ধান। ডেইরি ফার্মে রয়েছে ৫০টি গরু, পোলট্রি ফার্মে রয়েছে ১০ হাজার লেয়ার জাতের মুরগি।

আব্দুল মজিদ জানান, প্রতি বছর খামার থেকে তাঁর আয় হয় প্রায় আট থেকে ১০ লাখ টাকা। তাঁর খামারে এলাকার বেশ কিছু যুবকদের কর্মসংস্থানও হয়েছে। সেখানের নিয়মিত ও অনিয়মিত মিলে প্রায় ২০ জন কর্মচারী কাজ করেন। এ ছাড়া তিনি ফুলবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

আব্দুল মজিদ আরও জানান, তিনি লেখাপড়া শেষ করে ঢাকার নারায়নগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ছোটবেলা থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল তাঁর। তাই চাকরি ছেড়ে প্রথমে যুব উন্নয়ন থেকে পশু পালনের ওপর প্রশিক্ষণ নেন। এরপর ঋণের জন্য বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও ঋণ না পেয়ে, চাকরিতে থাকাকালীন জমানো বেতনের ৭০ হাজার টাকা দিয়ে প্রথমে ছোট আকারে একটি পোলট্রি খামার শুরু করেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ