হোম > ছাপা সংস্করণ

সমাবেশ সফল করতে মাঠের প্রচারে বিএনপি

কুমিল্লা প্রতিনিধি

২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপি লিফলেট বিতরণ গণমিছিলে রূপ ধারণ করছে। এরই মধ্যে সমাবেশকে সফল করার জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলটির নেতারা। তাঁরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গণসংযোগ করছেন। তাদের লক্ষ্য সমাবেশে যতো বেশি লোক সমাগম করা যায়।

সমাবেশকে কেন্দ্র করে ১৫ দিন ধরে বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে স্থানীয় নেতারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন।বর্তমান সরকারের সমালোচনা করে মানুষকে সমাবেশে আনার চেষ্টা করছেন।

গতকাল সোমবার সকালে নগরীর রেসকোর্স এলাকা থেকে শুরু করে ইস্টার্ন প্লাজা, রেলস্টেশন, রানীর বাজার, পুলিশ লাইনস, ঝাউতলা, কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় সমাবেশ সফল করতে প্রচারপত্র বিলি করা হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে সভা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমীর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি জসিম উদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান ছুটি, খলিলুর রহমান বিপ্লবসহ অন্য নেতা-কর্মীরা।

প্রচারপত্র বিলি করার সময় আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, ‘২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ গণমিছিলের রূপ ধারণ করছে। সমাবেশ সফল করতে তারা যতই প্রতিবন্ধকতা তৈরি করবে, সমাবেশ ততই সফল হবে।

প্রতিবন্ধকতা তৈরি করলে মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। মানুষ জুলুমবাজ সরকারের কাছ থেকে রক্ষা পেতে চায়, ভোটাধিকার চায়, মানবাধিকার চায়, গণতন্ত্র ফিরে পেতে চায়। অন্যায়ভাবে গ্রেপ্তার করা তিনবারের প্রধানমন্ত্রীকে মানুষ মুক্ত করতে চায়।

নিয়মতান্ত্রিকভাবে বহুবার মানুষ এসব চেয়েছে। ভয়ভীতি দেখিয়ে তাদের দাবিয়ে রাখা হয়েছে। তাই মানুষ এখন মুক্তির লড়াইয়ে নেমেছে।এদিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় ও আশপাশের এলাকায় সমাবেশ সফল করতে প্রচারপত্র বিলি করেছেন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক কেন্দ্রীয় নেতা নিজাম উদ্দিন কায়সার।

নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘দল আমাদের বহিষ্কার করলেও আমরা দল ত্যাগ করিনি। সমাবেশ সফল করার জন্য আমরাও মাঠে আছি। সরকারদলীয় লোকজন যতই হুমকি-ধমকি দেখাক, কোনো কাজ হবে না। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন