রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবন প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন স্থপতি ময়নুল আবেদিন। বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ এই প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনী অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ, দেশাত্মবোধক সংগীত ও নৃত্য পরিবেশন করেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়া বিভাগের ১০ শিক্ষার্থীকে একাডেমিক সাফল্যের জন্য পুরস্কার দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা যায়, প্রদর্শনীতে বিভাগের মোট ৬১ জন শিক্ষার্থীর ৭১টি শিল্পকর্ম দেখানো হচ্ছে। শিল্পকর্মগুলো কাঠ, পাথর, সিমেন্ট, মোম ও ফাইবার গ্লাস দিয়ে তৈরি। এ ছাড়া কিছু স্কেচও রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘চারুকলা শিল্পের মধ্যে আমরা নিজেদের ইতিহাস ও ঐতিহ্য খুঁজে পাই। আমাদের দরকার একটা শক্ত পাটাতন। এই জায়গাটা ধরে রাখতে হবে, যাতে পরবর্তীকালে শিক্ষার্থীরা ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে আগ্রহ খুঁজে পায়। আমাদের এগুলোর ইতিহাস, ঐতিহ্য এবং গর্ব ধরে রাখতে হবে।’ প্রতিবছর এমন প্রদর্শনীর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে বলেও জানান উপাচার্য।
ময়নুল আবেদিন বলেন, ‘ বড় কাজ বা ছোট কাজ বিষয় নয়। আজ এখানে শিক্ষার্থী-শিক্ষকদের কাজ দেখলাম। অনেক ভালো লেগেছে। ভালো শিল্পী হতে হলে ভালো মনের মানুষ হতে হবে। তাহলে মানুষের কাছ থেকে ভালো প্রতিদান পাওয়া যাবে। আশা করি শিক্ষার্থীরা আরও ভালো কাজ করবে।’
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন হাজেরা খাতুন মিষ্টি (মৃৎশিল্প), হৃদয় কুমার সূত্রধর (ভাস্কর্য), নিশাত তাসনিম (মৃৎশিল্প), তামান্না ইয়াসমিন (ভাস্কর্য), আয়েশা আক্তার আঁখি (মৃৎশিল্প), অমিত ভট্টাচার্য (ভাস্কর্য), নাশির আলম (মৃৎশিল্প), ফারহানা তাসনীম মিম (মৃৎশিল্প), রাজিয়া সুলতানা (মৃৎশিল্প)। এ ছাড়া বনিজুল হক স্মৃতি পুরস্কার পেয়েছেন তানভীর আহমেদ জয় (মৃৎশিল্প) ও সায়েমা ফেরদৌস সিফা (মৃৎশিল্প)।
অনুষ্ঠানে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক নূরুল আমীন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান প্রামাণিক প্রমুখ।