নীলফামারীর ডোমারে আগাছানাশক ছিটিয়ে প্রায় এক একর জমির আমন ধানখেত নষ্ট করে দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন বলে গতকাল বৃহস্পতিবার জমির মালিক হাফিজুল ইসলাম জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হাজিপাড়া এলাকার হাফিজুলের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে খোকা ডাক্তারপাড়ায় এক একর জমি রয়েছে। এটি ওই এলাকার মান বাদশা বর্গা নিয়ে চাষাবাদ করতেন। তবে এবার আমন মৌসুমে হাফিজুল নিজেই ধান চাষ করেন। সেখানে সব জমি ভালো থাকলেও শুধু হাফিজুলের খেত নষ্ট হয়ে গেছে। তাঁর দাবি, আগের বর্গাচাষি বাদশা শত্রুতা করে জমিতে আগাছানাশক ছিটিয়ে দিয়েছেন।
তবে বাদশা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একজন কৃষক। আমি কখনো ধানখেত নষ্ট করতে পারি না। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’খেত নষ্ট হওয়ার বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা দুলাল মিয়া বলেন, ‘এটা কোনো অসুখ না। হয়তো কেউ শত্রুতা করে ধানখেতে আগাছানাশক স্প্রে করে গাছ নষ্ট করেছেন। ল্যাবে পরীক্ষা করলে আসল বিষয় জানা যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।