হোম > ছাপা সংস্করণ

প্রসেনজিতের সঙ্গে শুটিংয়ে সিয়াম

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। গত বছর ‘বিশ্বসুন্দরী’ এবং এ বছর ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। টানা দ্বিতীয়বারের মতো সেরার পুরস্কার গ্রহণ করার পর সিয়াম গেছেন কলকাতায়। সেখানে চলছে তাঁর অভিনীত প্রথম টালিউড সিনেমার শুটিং।

নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করছেন রাজা চন্দ। এতে সিয়াম অভিনয় করছেন টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরও আছেন পূজা বন্দ্যোপাধ্যায়, আয়ুষী তালুকদার প্রমুখ। এ সিনেমায় একজন সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে। চরিত্রের নাম ধ্রপদ। তরুণ সংগীতশিল্পী। নানা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। কলকাতা শহরের হোটেল, ক্যাফেতে গান করে সে। শুধু নিজের জন্য নয়, আরও যেসব তরুণ শিল্পী প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছে, গান করে তাদের এগিয়ে নেওয়ার সংগ্রামেও শামিল হয় ধ্রুপদ।

শুক্রবার সন্ধ্যায় শুটিংয়ের সেট থেকে সহশিল্পীদের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সিয়াম। ছবি প্রকাশের পর থেকে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাঁকে।সিনেমার শুটিং কেমন চলছে জানার জন্য যোগাযোগ করা হয় সিয়ামের সঙ্গে। তিনি বলেন, ‘খুব ভালো একটি কাজ হচ্ছে। এর আগে কলকাতায় এসে সহশিল্পীদের সঙ্গে রিহার্সাল করার কারণে অনেক সুবিধা হয়েছে। বোঝাপড়াটা আগে থেকে হওয়ার কারণে মনে হচ্ছে না তাঁদের সঙ্গে প্রথম কাজ করছি।’

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। প্রযোজনা করছে কলকাতার শ্যাডো ফিল্মস। এ সিনেমার শুটিং শেষ করেই দেশে ফেরার কথা সিয়ামের। তবে দেশে কয়েকটা দিন কাটিয়ে আবার ভারতের উদ্দেশে উড়াল দেবেন তিনি। যোগ দেবেন তাঁর প্রথম হিন্দি সিনেমা ‘ইন দ্য রিং-স্টোরি অব আ বোরকা বক্সার’-এর শুটিংয়ে। পরিচালনায় আছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নির্মাতা অলকা রাঘুরাম।

কলকাতার খিদ্দারপুরের নারী মুসলিম বক্সিং সম্প্রদায়ের ১৭ বছর বয়সী বক্সার শামাকে নিয়ে গড়ে উঠেছে ‘ইন দ্য রিং’ সিনেমার গল্প। জাতীয় চ্যাম্পিয়নশিপে লড়াই করা শামাকে আটক করা হয়েছিল তাঁর এক আত্মীয়াকে হত্যার অভিযোগে। এরপর ঘটনা নানা দিকে মোড় নেয়। জানা গেছে, শামা চরিত্রে অভিনয় করবেন ‘লিটল থিংস’ সিরিজের অভিনেত্রী মিথিলা পালকার। আরও থাকছেন ভারতের জাভেদ জাফরিসহ বেশ কজন অভিনেতা। জানা গেছে, হিন্দি, উর্দু—দুই ভাষায় নির্মিত হবে ‘ইন দ্য রিং’। প্রযোজনা করছেন শ্রেয়সী সেনগুপ্ত ও সৌভিক দাশগুপ্ত। সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের রিক অ্যাম্ব্রোজ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন