পোশাকে পরিপাট্য আনতে ইলেকট্রিক ইস্তিরির জুড়ি নেই। তাই কাপড় আয়রন করা হয়ে গেলে ইস্তিরিকে কেবল আনপ্লাগ করে একপাশে ফেলে না রেখে, কিছুটা যত্নও নেওয়া উচিত। ইস্তিরি দীর্ঘদিন ব্যবহারের উপযোগী রাখতে এ যন্ত্রটি ব্যবহারে কিছু নিয়ম অনুসরণ করা যেতে পারে।
- প্রতিবার ব্যবহারের পর ইস্তিরির বিদ্যুৎ সংযোগ খুলে রাখতে হবে। নিরাপদ জায়গায় রেখে ইস্তিরি ঠান্ডা করতে হবে। ইস্তিরি সব সময় শীতল জায়গায় সংরক্ষণ করতে হবে।
- প্রয়োজন অনুসারে ইস্তিরি নিয়মিত পরিষ্কার করতে হবে। বিদ্যুৎ সংযোগবিহীন এবং ঠান্ডা অবস্থায় ইস্তিরির তলানি গরম পানি ও কাপড় দিয়ে ধুয়ে-মুছে নিতে হবে।
- ইস্তিরি করার সময় একটি পরিষ্কার কাপড় সাদা ভিনেগারে ভিজিয়ে নিয়ে সোলপ্লেটের ময়লা পরিষ্কার করতে হবে। এরপরও যদি ময়লা অবশিষ্ট থাকে তাহলে বেকিং সোডা ও গরম পানি মিশিয়ে ভালোভাবে মাজতে হবে। তারপর পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মুছতে হবে। ব্যবহারের আগে অবশ্যই বাতাসে শুকিয়ে নিতে হবে।
- ইস্তিরির যথাযথ যত্ন নিলে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী থাকবে।
সূত্র: ক্ল্যাসিক ক্লিনার্স