সাতক্ষীরায় শিশু শ্রম প্রতিরোধে মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গত বৃহস্পতিবার সকালে বেসরকারি সংস্থা ‘হেড’ এর উদ্যোগে এই মানববন্ধন হয়। ‘আলোর মিছিল’ ও ‘আলোর পথে’ নামক দুটো শ্রমিক সংগঠনের শতাধিক সদস্য মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা ‘হেড’এর সহসভাপতি আজিজুর রহমান বাদশা। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিছুর রহিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন তরিকুল ইসলাম, গোলাম হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে হেড এর পরিচালক লুইস রানা গাইন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জেলায় অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাওয়ার ফলে শিশু শ্রমিক বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে শিশু শ্রমিক নির্যাতন। কম মজুরি দেওয়ার ঘটনা তো আছেই। বক্তারা শিশু শ্রমিকদের নিয়োগকারী ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।