ফেসবুকে ‘জার্নালিস্ট মিলি সিকদার’ নামে এক আইডি হ্যাক করে ভোলা-৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। অপপ্রচারের প্রতিবাদে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন মিলি সিকদার নামে ওই সংবাদকর্মী।
সংবাদ সম্মেলনে মিলি সিকদার জানান, সাংবাদিক মিলি সিকদার নামে তাঁর একটি ফেসবুক আইডি ছিল। ওই আইডিটি হ্যাক করে প্রায় দুই মাস আগে ভোলা-২ আসনের সাংসদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। পরে ওই ঘটনায় হ্যাক করা আইডির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় আইসিটি আইনে মামলা করেন তিনি। পরে কিছুদিন অপপ্রচার বন্ধ রাখার পর ওই আইডির আগের নাম পরিবর্তন করে ‘জার্নালিস্ট মিলি সিকদার’ নাম ব্যবহার করে গত মঙ্গলবার দুপুরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি তাঁর নজরে আসলে প্রথমে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।