লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা শহরের স্টেশন রোডে সিভিল সার্জনের গাড়ির ধাক্কায় রেজাউল করিম নামের এক রিকশা চালকের রিকশা দুমড়েমুচড়ে গেছে। এ সময় রিকশা চালক আহত হন। গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সিভিল সার্জন নির্মলেন্দু রায় গাড়িতে ছিলেন বলে জানা গেছে।
রিকশা চালক রেজাউল করিমের বাড়ি সদর উপজেলা মোগলহাটে গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাচালক রেজাউল করিম স্টেশন থেকে মিশন মোড়ের দিকে যাচ্ছিলেন। ওই সময় মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের সামনে গেলে সিভিল সার্জনের গাড়ির চালক রিকশা চালককে পেছন থেকে ধাক্কা দিলে রেজাউল রাস্তায় ছিটকে পড়েন। এ সময় তাঁর রিকশাটি দুমড়ে-মুচড়ে গেলেও চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে আহত অবস্থায় রিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
রিকশা চালক রেজাউল করিম বলেন, ‘প্রতিদিন এই রিকশা দিয়ে যে টাকা উপার্জন করি তা দিয়ে ৬ সদস্যের সংসার চালাই।’ রিকশা মেরামতের টাকা তাঁর নেই বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায়কে মোবাইল ফোনে কল করা হলে এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই বলে কল কেটে দেন।