কুড়িগ্রামের উলিপুরে সেমাই কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার রাতে পৌর শহরের সরদার পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
লক্ষ্মী বেকারির পরিচালক উৎপল সাহা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একদল কর্মী গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে ৩৭ কেজি ওজনের ৫১ খাঁচা সেমাই, ৬০ খাঁচা ভাজা সেমাই, ময়দা ৪০ বস্তা, আটা ৪০ বস্তা, স্টিলের ট্রে, কারখানার ঘর ও যাবতীয় আসবাব পুড়ে প্রায় ২১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন সহকারী মাস্টার আব্বাস আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।