হোম > ছাপা সংস্করণ

দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দিনাজপুর প্রতিনিধি

ঠান্ডা বাতাস আর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরসহ গোটা উত্তরাঞ্চল। গত কয়েক দিন কিছু সময়ের জন্য রোদের দেখা মিললেও গতকাল বুধবার সারা দিন ছিল কুয়াশায় ঢাকা। এদিন দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বনিম্ন চার-পাঁচ কিলোমিটার এবং সর্বোচ্চ ৮-১০ কিলোমিটার। দিনাজপুর ছাড়াও নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি; পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ২; রংপুরে ১২ দশমিক ৩; রাজারহাটে (কুড়িগ্রাম) ১২ এবং বগুড়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে হিমেল বাতাস এবং তার সঙ্গে ঘন কুয়াশা শীত বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কুয়াশার কারণে দিনের বেলায়ও যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। অতিরিক্ত শীতে কাবু হয়ে পড়েছেন বৃদ্ধ, শিশুসহ সব বয়সের মানুষ। বিশেষ করে গ্রাম ও নদীতীরবর্তী এলাকায় বাস করা গরিব ও ছিন্নমূল মানুষেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।

চিরিরবন্দর উপজেলার বড় গ্রামের শ্রমিক মমিনুল ইসলাম বলেন, ‘দুই-তিন ধরি কামোত যাই নাই, শীতল বাতাস আর ঘন কুয়াশার কারণে বাসায় বসি আছি। এই ঠান্ডায় কামোত যাওয়া যায় না, হাত-পাও কোঁকড়া নাগি যাছে।’

সদরের রামনগর বাজারে কাজের সন্ধানে আসা জাহিদুল ইসলাম বলেন, ‘এত জাড় হামরা গরিব মানুষগুলা পইছি বিপোদোত। ঠান্ডার জন্যে মানুষ কাম দিবায় চাহেছে নাই। আর কয়দিন এমন গেইলে না খায়া থাকিবা হবে।’

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ৯ দশমিক ৫ ডিগ্রি। পাশাপাশি একটি মৃদু শৈত্যপ্রবাহ দিনাজপুরসহ আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন