ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের সাগরদীঘি–চুলাবর কাঁচা রাস্তাটি বেহাল হয়ে পড়ায় ১০ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। সামান্য বৃষ্টিতেই কাঁচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
হাজারো মানুষের ভোগান্তি দুর করতে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার দুপুরে পাগারিয়াপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, কৃষক- শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন। এতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, লিটন সরকার, শাহ আলম সিকদার, হাবিব খান, আনোয়ার হোসেন, সোহেল রানা।
ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে বেহাল এই সড়ক। অথচ দেখার কেউ নেই। উপজেলার সাগরদীঘি বাজার থেকে চুলাবর বাজারের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। জালালপুর, পাগারিয়াপাড়া, গুয়ারিয়াপাড়া, চুলাবর ও মালিরচালাসহ ১০ গ্রামের মানুষ চলাচল করেন এ রাস্তা দিয়ে। অথচ একটু বৃষ্টি হলেই কাঁচা রাস্তাটি কাদাময় হয়ে যায়। ফলে কৃষি নির্ভর এ এলাকার কৃষকেরা ফসল বিক্রি করতে স্থানীয় সাগরদীঘি বাজারে নিতে চরম ভোগান্তিতে পড়েন।
এ ছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের কাদা মাড়িয়েই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। জরুরি কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য জেলা বা উপজেলা সদরে নিতে চাইলে পাঁচ-ছয় কিলোমিটার রাস্তা হেঁটে সাগরদিঘী পাকা সড়কে আসতে হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ বলেন, রাস্তাটি নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শিগগিরই প্রস্তাব পাঠানো হবে।