Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রার্থীকে ভোটে ফেরাতে বাড়ি অবরোধ

চৌগাছা প্রতিনিধি

প্রার্থীকে ভোটে ফেরাতে বাড়ি অবরোধ

চৌগাছার জগদীশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তবিবর রহমান খান প্রচারে ফিরেছেন।

গতকাল বুধবার বিকেলে ইউনিয়নের মাড়ুয়া ইউছুফ আলী খান মাধ্যমিক বিদ্যালয়ে এক সুধী সমাবেশে তিনি প্রচারে ফেরার ঘোষণা দেন। তিনি ক’দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

এর আগে আসরের নামাজের পর মাড়ুয়া গ্রামের পাঁচ–ছয় শ নারী ও পুরুষ এক সঙ্গে মিছিল নিয়ে বিদ্যালয়ের কিছু দূরে অবস্থিত তবিবর রহমানের বাড়ির প্রধান ফটকে গিয়ে বিক্ষোভ করতে থাকেন।

একপর্যায়ে বিক্ষোভকারীদের একজন প্রাচীর টপকে প্রধান ফটক খুলে দিলে বাড়ির মধ্যে গিয়ে তাঁরা ঘরের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে বিক্ষোভকারীরা বাড়ির মধ্য থেকে লুঙ্গি ও সার্ট পরিহিত তবিবর খানকে নিয়ে এলে তিনি বিক্ষোভকারীদের শান্ত হতে অনুরোধ জানান।

পরে বিক্ষোভকারীরা তবিবরকে সঙ্গে নিয়ে মিছিল দিয়ে বিদ্যালয় মাঠের সমাবেশে নিয়ে যান।

বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক পল্লি চিকি চিকিৎসক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল করিমের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক শফিক হায়দার লাভলু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনসহ গ্রামবাসী বক্তব্য দিয়ে তবিবর রহমাকে নির্বাচনী প্রচারণায় ফিরে আসার আহ্বান করেন। না হলে তাঁরা প্রার্থী বিহীন নৌকায় ভোট দেবেন বলে ঘোষণা দেন।

তবিবর রহমান বক্তব্যে বলেন, ‘সত্যিই আমি অসুস্থ। আপনারা এ কদিন যেভাবে আমার বাড়িতে গিয়ে কান্নাকাটি ও অনুরোধ করেছেন, আমি আপনাদের অনুরোধ ফেলতে পারি না। নির্বাচনে থাকছি। তবে সবাইকে আমার কর্মী হিসেবে ভোট করতে হবে।’

তবিবর রহমান খানের বক্তৃতার মাঝে বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ