হোম > ছাপা সংস্করণ

সাফল্যের পথ দেখাচ্ছে মালয়ালম সিনেমা

বিনোদন ডেস্ক

অল্প বাজেট, স্থানীয় গল্প আর ভালো নির্মাণ—এ পথেই বাজিমাত করছে মালয়ালম সিনেমা। বলিউড, তামিল কিংবা তেলুগুসহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রি যেখানে দিন দিন সিনেমার বাজেট বাড়িয়েছে, হয়ে পড়েছে তারকানির্ভর, জোর দিয়েছে ‘লার্জার দ্যান লাইফ’ গল্পে; সেখানে মালয়ালম একেবারেই ব্যতিক্রম। নিজেদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর জনজীবনের বাস্তবঘেঁষা গল্পেই ভরসা রেখেছেন এ ইন্ডাস্ট্রির নির্মাতারা। তার ফলও পাচ্ছেন তাঁরা।

গত এক দশকে অসংখ্য বিশ্বমানের সিনেমা তৈরি হয়েছে মালয়ালম ভাষায়। প্রশংসিত হওয়ার পাশাপাশি সেগুলো বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে। এ বছরের প্রথম দুই মাসেই একাধিক ব্লকবাস্টার এসেছে মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে। তালিকায় আছে ‘আব্রাহাম ওজলার’, ‘মালাইকোট্টাই ভালিবান’, ‘প্রেমালু’, ‘ব্রহ্মাযুগম’ ও ‘মঞ্জুম্মেল বয়েজ’।

১১ জানুয়ারি মুক্তি পাওয়া আব্রাহাম ওজলার তৈরি হয়েছে মাত্র ৬ কোটি রুপিতে। এ পর্যন্ত সিনেমাটির আয় ৪০ কোটি পেরিয়েছে। জানুয়ারিতে মুক্তি পাওয়া আরেক সিনেমা মালাইকোট্টাই ভালিবানের কথা ধরা যাক। মোহনলাল অভিনীত এ সিনেমার বাজেট ৩০ কোটি রুপি, বক্স অফিসে এ পর্যন্ত আয় ৬৫ কোটির বেশি। এবার ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমার পরিসংখ্যানটা দেখা যাক। গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া প্রেমালু তৈরি হয়েছে মাত্র ৩ কোটি রুপিতে, বিশ্বজুড়ে আয় করেছে ৭২ কোটির বেশি। গত ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে মামুট্টি অভিনীত ব্রহ্মাযুগম। প্রায় ২৮ কোটি রুপি বাজেটের সিনেমাটির এ পর্যন্ত আয় ৫৩ কোটির বেশি।

ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া যে সিনেমা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে, সেটি মঞ্জুম্মেল বয়েজ। ১১ জন যুবকের পাহাড়ের গুহায় আটকে পড়া, তাদের অসহায়ত্ব ও উদ্ধারের সত্যি গল্প নিয়ে সিনেমাটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ৫ কোটি রুপি। মাত্র এক সপ্তাহেই বক্স অফিস থেকে তুলে নিয়েছে ৫০ কোটি রুপির বেশি। গত বছর ‘নেরু’, ‘কান্নুর স্কোয়াড’, ‘রোমাঞ্চাম’, ‘২০১৮’ সিনেমাগুলোও বক্স অফিসে চমক দেখিয়েছিল।

সিনেমা বিশ্লেষকেরা বলছেন, যে পথে মালয়ালম ইন্ডাস্ট্রি এগোচ্ছে, সেটা হতে পারে গবেষণার বিষয়। সিনেমা হলে ব্যাপকভাবে দর্শকদের ফিরিয়ে আনতে মালয়ালম সিনেমার মতো স্থানীয় গল্পের ওপর জোর দেওয়ার বিকল্প নেই।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন