Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গাজার ‘সেফ জোনে’ ইসরায়েলের হামলায় নিহত ৭১

আজকের পত্রিকা ডেস্ক

গাজার ‘সেফ জোনে’ ইসরায়েলের হামলায় নিহত ৭১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল শনিবার আল মাওয়াসি শরণার্থীশিবিরে বিমান হামলা চালিয়ে অন্তত ৭১ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ২৮৯ জন। ইতিপূর্বে শরণার্থী শিবিরটিকে কথিত সেফ জোন বা নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েল। 

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এদিন গাজার অন্যান্য স্থানেও হামলা চালায় আইডিএফ। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দেইর আল বালাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় মোহাম্মদ আল-রাই (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর ৫, ৮ ও ৯ বছরের তিন শিশুকন্যাও এ হামলায় নিহত হয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে অঞ্চলটিতে ৩৮ হাজার ৪৪৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে আহত হয়েছে ৮৮ হাজার ৪৮১ জন। 

সেফ জোন হিসেবে ঘোষিত শরণার্থী শিবিরটিতে এমন সময়ে এ হামলা চালানো হলো, যার দুই দিন আগেই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও যুদ্ধবিরতির ব্যাপারে নিজেদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছে। এ ক্ষেত্রে নিজেদের পূর্বঘোষিত কিছু শর্ত থেকে সরে আসার কথাও জানিয়েছে দলটি। 

যুদ্ধবিরতির বিষয়ে হামাসের তরফে ছাড় দেওয়ার কথা বলা হলেও নতুন করে শর্ত আরোপ করছে ইসরায়েল। ইসরায়েলের এক কর্মকর্তা সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে জানিয়েছেন, আলোচনা এখন যে অবস্থায় রয়েছে, সেটি অব্যাহত থাকলে দুই সপ্তাহের মধ্যে চুক্তি সম্পাদন করা সম্ভব। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে যেসব শর্ত দিয়েছেন তাতে পুরো প্রক্রিয়াটি থমকে যেতে পারে। নেতানিয়াহুর উল্লেখযোগ্য শর্তের মধ্যে রয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পরও গাজায় ইসরায়েলি সেনারা অবস্থান করবে। তারাই অঞ্চলটির নিরাপত্তার দায়িত্ব পালন করবে। 

এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা। দলটির যাবতীয় সম্পদ ফ্রিজ করারও নির্দেশ দিয়েছে দেশটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই। 

আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে ইসরায়েলে হামলার জন্য হামাসের সমালোচনা করে বলা হয়, আর্জেন্টিনাকে অবশ্যই আবারও পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত হতে হবে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আর্জেন্টাইন প্রেসিডেন্ট হিসেবে প্রথম সফরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল যান জাভিয়ার মিলেই। ওই সময় পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে ইহুদিদের সঙ্গে প্রার্থনা করেন তিনি। জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তরেরও ঘোষণা দেন তিনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ