হোম > ছাপা সংস্করণ

রূপসায় পাটকলে অগ্নিকাণ্ডে ১০০ কোটি টাকার ক্ষতি, দাবি মালিকের

খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলার একটি পাটকলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেল ৫টা ৩১ মিনিটে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তাসংলগ্ন সালাম জুট মিলে এ দুর্ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীর দুটিসহ ১৩টি ইউনিট কাজ করছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জুট মিলের ম্যানেজার বশির আহম্মেদ জানান, ৩ নম্বর গুদামের একটি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অল্প সময়ের মধ্যে ২ নম্বর এবং ১ নম্বর গুদামেও আগুন ছড়িয়ে পড়ে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম সাংবাদিকদের জানান, তিনটি গুদামে উৎপাদিত পণ্য ছিল ৭৫০ টন, যার আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা। কাঁচা পাট ছিল ১ হাজার ৩০০ টন, যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। তাঁর দাবি, সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ করে সালাম আরও বলেন, তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছে না। গুদামের ভেতরে প্রবেশ না করে বাইরে থেকে দায়সারাভাবে আগুন নেভানোর চেষ্টা করছে।

সার্বিক বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) ফারুক হোসেন শিকদার বলেন, ফায়ার সার্ভিস সাধ্যমতো চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। খবর পেয়ে খুলনা সদর, খালিশপুর, দৌলতপুর, রূপসা, ফকিরহাট ও বটিয়াঘাটার মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফারুক হোসেন আরও জানান, আগুন নিয়ন্ত্রণে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের সঙ্গে নৌবাহিনীর দুটি ইউনিট যোগ দিয়েছে। আগুনের তীব্রতা অনেক বেশি। নিয়ন্ত্রণে আসতে সময় লাগতে পারে।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদের বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। আগুন নিয়ন্ত্রণে তাঁরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।’ 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন