হোম > ছাপা সংস্করণ

নদীপাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে ঘৃনই নদীর পাড় কেটে ইটভাটায় মাটি নেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ বিষ্ণুপুরের কাজিপাড়া ও পাইকারপাড়া এলাকায় এই চিত্র দেখা যায়।

সেখানে দেখা যায়, নদীর পাড়ে এক্সকাভেটর দিয়ে মাটি ট্রলিতে তোলা হচ্ছে। এ সময় কথা হলে এক্সকাভেটরচালক শাহিন মিয়া বলেন, ‘এক্সকাভেটরটি পাভেল ইটভাটার মালিক শামিমের। তাঁর নির্দেশে এই মাটি কাটছি।’

স্থানীয় বাসিন্দা কুদরতেই খোদা বলেন, ‘ঘৃনই নদীর পাড়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে কিছু গাছ লাগানো হয়েছে। বাকি পাড়ে গাছ লাগানোর কথা রয়েছে। আমি গাছ লাগানো কমিটির সভাপতি। দীর্ঘদিন এই পাড়ের মাটি না কাটতে নিষেধ করা হচ্ছে। কিন্তু ভাটার মালিক মানছেন না। তিনি নদীর পাড় ও শ্মশানের মাটি কেটে ইটভাটায় নিচ্ছেন।’

তবে ভাটার মালিক শামিম আহমেদ বলেন, ‘সেখানে একজন মুক্তিযোদ্ধার জমির মাটি কিনে নেওয়া হয়েছে। সেই মাটি আনা হচ্ছে ইটভাটায়। নদীর পাড় কাটার অভিযোগ সঠিক নয়।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ বলেন, ‘নদীর পাড় কাটা দণ্ডনীয় অপরাধ। সেখানে পাড় কাটার বিষয়টি দেখা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ