খাগড়াছড়িতে তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোনীত হয়েছেন মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী। গত রোববার সকালে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অভিন্ন মানদণ্ডর আলোকে নভেম্বর মাসে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদের নাম প্রকাশ করেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল আজিজ।
সভায় জেলায় অস্ত্র, মাদক, পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তারিসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশের ভালো কাজ ও কর্মদক্ষতার মূল্যায়ন করা হয়। এতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলীর নাম ঘোষণা করা হয়। এ নিয়ে তিনি তৃতীয়বার জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন।
নিজের অর্জনকে মাটিরাঙ্গার জনগণের জন্য উৎসর্গ করে ওসি মোহাম্মদ আলী বলেন, ‘এমন অর্জন আমার একার পক্ষে সম্ভব নয়। মাটিরাঙ্গার জনগণের সহযোগিতা ছিল বলেই আমি এই সম্মাননা পেয়েছি।’
মাটিরাঙ্গা উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধ দমনের জন্য সবার সহযোগিতা কামনা করেন মোহাম্মদ আলী। জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।