নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলামকে (৭২) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সাংসদ অধ্যাপক অপু উকিল।
গত শুক্রবার রাতে স্থানীয় সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় হয়। বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম ষষ্ঠবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অপু উকিল ছাড়াও আলোচনায় অংশ নেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আজিজুল ইসলাম, প্রবীণ শিক্ষক অধ্যাপক মিয়া মো. শফিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির ভূঁইয়া ও ইউপি সদস্য তারা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সান্দিকোনা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন অপু উকিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কাজল।
জানা গেছে, ৫ জানুয়ারির নির্বাচনে সান্দিকোনা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম ‘নৌকা’ প্রতীকে ৭ হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন।