সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে তৈরি সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। শিগগির মুক্তি পাবে বিশ্বজুড়ে। সিনেমা হলে মুক্তির আগে ‘মুজিব’ দেখানো হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এ উৎসবেই প্রথমবারের মতো সিনেমাটির প্রিমিয়ার হবে। উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে ১৭ সেপ্টেম্বর, কানাডার টরন্টোতে।
‘মুজিব’ সিনেমার পক্ষ থেকে টরন্টো উৎসবে যোগ দিতে কানাডা যাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। এ সিনেমায় শুভ অভিনয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিণত বয়সের চরিত্রে, আর শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন তিশা। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম আজম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, আগামী ৭ থেকে ১৭ সেপ্টেম্বর কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন শুভ ও তিশা। সেখানে তাঁরা ১১ দিন অবস্থান করবেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে আরিফিন শুভ জানান, এ বিষয়ে এখনই তিনি কোনো কথা বলতে পারবেন না।
শ্যাম বেনেগাল জানিয়েছেন, এ উৎসবে প্রদর্শনের পর আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যেকোনো সময় মুক্তি পাবে সিনেমাটি। যেহেতু এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা, তাই দুই দেশে একসঙ্গেই মুক্তি পাবে। শুধু এ দুই দেশ নয়, বিশ্বের আরও অনেক দেশে ‘মুজিব’ মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। সিনেমাটি তৈরি হয়েছে বাংলা ভাষায়। অন্যান্য ভাষাভাষীর সুবিধার্থে হিন্দি ও ইংরেজি সাবটাইটেল করা হয়েছে।