সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুরে ইউনিয়নে মাদক সেবনের অপরাধে মাখম চন্দ্র দাস নামের একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অনাদায়ে আরও তিন দিন দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত মাখম চন্দ্র দাস মহিপুর (কুড়িপাড়া) গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান এ দণ্ডাদেশ দেন।