পীরগাছা প্রতিনিধি
পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের পূর্ব পারুল গ্রামের বাসিন্দা আব্দুর রহিম (৭৫)। উপজেলার বিভিন্ন হাট বাজারে ফেরি করে আঁতর, সুরমাসহ নানা ধরনের সুগন্ধি বিক্রি করেই চলে তাঁর সংসার। দীর্ঘ ৫০ বছর ধরে অন্যের শরীরে সুগন্ধি লাগিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি।
এই বৃদ্ধ বয়সে উপজেলার বিভিন্ন হাট বাজারে পায়ে হেঁটে আঁতর সুরমার পাশাপাশি ইঁদুর নিধনের ওষুধ বিক্রি করেন তিনি। স্থানীয়ভাবে ‘ইঁদুরের জম’ নামে বেশ পরিচিত হয়ে উঠেছেন আব্দুর রহিম। ওই নামেই তাঁকে এখন সবাই চেনেন।
তিনি জানান, পাঁচ শতক জমিতে তৈরি করা বাড়িতে তিন ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের নিয়ে ঠাসাঠাসি করে বসবাস করতে হয়। ছেলেরা তাঁকে ছেড়ে আলাদা হয়ে গেছেন। বর্তমানে তিনি সারা দিন পায়ে হেঁটে উপজেলার বিভিন্ন হাট বাজারে ঘুরে ঘুরে আঁতর, সুরমা ও ইঁদুর মারার ওষুধ বিক্রি করেন। দিনে ২০০ থেকে ৩০০ টাকা বিক্রি হয়। এ থেকে আসা লাভ থেকে সংসারের যাবতীয় ব্যয়ভার বহন করেন।