হোম > ছাপা সংস্করণ

বাবা-মেয়ের ভালোবাসার গল্প

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গত দুই মাস সব ধরনের শুটিং থেকে বিরতিতে ছিলেন মেহজাবীন চৌধুরী। গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে ফেসবুকে ঘোষণা দিয়ে শুটিং থেকে ছুটি নেন তিনি। জানিয়েছিলেন, জানুয়ারিতে ভালোবাসা দিবসের নাটক দিয়ে আবার কাজে ফিরবেন। কথা রাখলেন মেহজাবীন। ২০ জানুয়ারি থেকে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘কাজল’ নাটকের শুটিং করেছেন তিনি। গতকাল ছিল শুটিংয়ের শেষ দিন। কাজল নাটকে মেহজাবীন অভিনয় করেছেন তারিক আনাম খানের সঙ্গে।

জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

একজন বাবা ও তাঁর মেয়েকে কেন্দ্র করে সাজানো হয়েছে এর গল্প। কাজল নাটকে নামভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। তাঁর বাবার চরিত্রে আছেন তারিক আনাম খান।

কাজল প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, ‘সাধারণত ভালোবাসা দিবসের নাটকগুলোয় প্রেমিক-প্রেমিকার গল্প দেখানো হয়। আমি ভাবলাম, বাবা-মেয়ের ভালোবাসার গল্প বলব। তারিক আনাম খান আমাদের নাট্যাঙ্গনের সম্পদ। আর মেহজাবীনের গুণের কথা আমরা সবাই জানি। তাঁরা দুজনই খুব চমৎকার অভিনয় করেছেন এ নাটকে।’

গতকাল শনিবার ছিল মেহজাবীনের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিন। ১২ বছর আগে ২০১০ সালের ২২ জানুয়ারি লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ওই দিন থেকে বদলে যায় তাঁর জীবন। হাঁটি হাঁটি পা পা করে ক্যারিয়ারের এক যুগ পূর্ণ করলেন মেহজাবীন চৌধুরী।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন