জয়পুরহাট জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১১ সদস্যের কাউন্সিল প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জয়পুরহাট জেলা কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জয়পুরহাট জেলা কমিটিতে আশরাফুল ইসলামকে আহ্বায়ক এবং সনজিৎ পালকে সদস্যসচিব ঘোষণা করা হয়। জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ ১১ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।
এ লক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বাসদ সদস্যসচিব সামিউল ইসলাম বাবু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা শাখার সভাপতি ছাত্রনেতা ধনঞ্জয় বর্মন, বাসদের জেলা সদস্য উৎপল দেবনাথ, জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।