বিনোদন প্রতিবেদক
পাল বাড়ীর মেয়ে ভাবনা
এবার ঈদে বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় ‘পাল বাড়ী’র মেয়ের চরিত্রে দেখা গেছে ভাবনাকে ৷ নাটকটিতে নিয়তি নামের বিধবার চরিত্রে অভিনয় করছেন তিনি। ঈদের আগেই নিয়তির একটি লুক প্রকাশ করেছিলেন ভাবনা। সেই থেকে ‘পাল বাড়ী’ নিয়ে দর্শকের আগ্রহ। ঈদে নাটকটি প্রচারের পরও প্রশংসা কুড়িয়েছেন ভাবনা। এটি তাঁর জন্য নতুন অভিজ্ঞতা। প্রস্তুতি নিয়েই কাজটি করেছেন। ভাবনা বলেন, ‘পালপাড়ার মেয়েদের সঙ্গে মিশেছি। তাঁদের পোশাক, চালচলন, আচরণগুলো কাছ থেকে দেখে শিখেছি। মনোরঞ্জন নামের একজনের বাড়িতে শুটিং হয়েছে। চাকা ঘোরানো থেকে শুরু করে ঠিকভাবে মাটি ধরা, মাটির পাত্র বানানো—সবকিছু মনোরঞ্জন দাদা হাতে ধরে শিখিয়েছেন। শুটিং করতে গিয়ে বুঝলাম, কাজটি কষ্টের। পালদের সংগ্রামের জীবন।’
‘রিকশা গার্ল’-এ প্রথমবার রিকশাচালকের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আহমেদ তাওকীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। প্রচারের পর দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে নাটকটি। নিচু চোখেই দেখা হয় বস্তিতে থাকা রিকশাচালক মেয়েটিকে। তবু লালসা তাঁর পিছু ছাড়ে না। নাটকে শিখা চরিত্রে তানজিন তিশার স্বতঃস্ফূর্ত ও সাবলীল অভিনয় মুগ্ধতা ছড়িয়েছ। বিশেষ করে শেষ দৃশ্যটি দাগ কেটেছে দর্শকের হৃদয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ইউটিউবে প্রশংসাসূচক মন্তব্য বাড়ছে প্রতিদিন। ‘রিকশা গার্ল’ নাটকটির ধারণা দিয়েছেন তিশা নিজেই। একটি ছবি দেখে তিশা পরিচালককে জানান এই কনসেপ্টে কাজ করা যায় কি না। এরপর পরিচালকও একজন নারী রিকশাচালকের জীবন থেকে উৎসাহিত হয়ে গল্পটি তৈরি করেন।
ঈদে মেহজাবীন অভিনীত বেশ কিছু নাটক প্রচার হয়েছে। এর মধ্যে বেশি আলোচিত হচ্ছে ‘ভয়েজ ক্লিপ’ ও ‘অ্যাম্বুলেন্স গার্ল’। গতকাল আরটিভিতে প্রচার হয়েছে ‘অ্যাম্বুলেন্স গার্ল’ নাটকটি। চরিত্রটিতে বেশ প্রশংসিত হয়েছে মেহজাবীনের অভিনয়। নাটকের জন্য সত্যি সত্যিই অ্যাম্বুলেন্স চালাতে হয়েছে তাঁকে। তিনি অভিনয় করেছেন অ্যাম্বুলেন্সের চালকের ভূমিকায়। চরিত্রের নাম নুসরাত। মেহজাবীন একজন লাইসেন্সধারী গাড়িচালক। তাই গাড়ি চালানো তাঁর কাছে নতুন কিছু নয়। মেহজাবীন বলেন, ‘খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারব কি না! কার ড্রাইভ করলেও আগে কখনো মাইক্রো চালাইনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নিজেকে নতুন করে আবিষ্কার করলাম।’
‘ভয়েস ক্লিপ’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। ডা. জাহান সুলতানার রচনায় নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। মৃত্যুপথযাত্রী বাবাকে বাঁচাতে না পারা এবং ভুল সিদ্ধান্তে নিজের অপরাধবোধ কুরে কুরে খায় শিরিনকে।
নাম ‘রিদিকা’। মানসিক ভারসাম্যহীন এক নারী। নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া চরিত্রটিতে সাবিলার লুক আর অভিনয় নজর কেড়েছে। নাটকের গল্পভাবনাও সাবিলার। পরিচালনা করছেন মাহমুদুর রহমান হিমি। অভিনেত্রী বলেন, ‘আমার নিজের জীবন থেকে অনুপ্রাণিত গল্প। আমার সঙ্গে সিভিয়ার কিছু হয়নি কিন্তু অনেকের সঙ্গেই হয়তো হয়েছে, আর সিভিয়ার হলে সে ক্ষেত্রে কী হতে পারত, তা তুলে আনার চেষ্টা করছি।’এ ছাড়া এবার ঈদে সাবিলা অভিনীত নাটকের আরও দুটি নারী চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে। নাটক দুটি ‘আমি রোকেয়া বলছি’ ও ‘নিজস্ব প্রতিবেদন’।