জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বড় আয়োজনের উদ্যোগ হাতে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আয়োজনে ছিল মুজিববর্ষ কনসার্ট। গত বছরের মার্চে হওয়ার কথা ছিল কনসার্টটি। ওই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল অস্কারজয়ী ভারতীয় সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমানের। কিন্তু তখন করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আয়োজনটি স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। তবে দেরিতে হলেও আলোর মুখ দেখছে কনসার্টটি।
এক বছর পর এ মাসে কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে বিসিবি। এরই মধ্যে শেষ হয়েছে যাবতীয় প্রস্তুতি। বিষয়টি জানিয়েছেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, ‘মুজিববর্ষের অনুষ্ঠান করোনার কারণে স্থগিত করা হয়েছিল। সেই অনুষ্ঠানটিই আমরা আবার আয়োজন করতে যাচ্ছি। আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছু অফিশিয়াল প্রক্রিয়া শেষ হলেই বিষয়টি আমরা আনুষ্ঠানিকভাবে জানাতে পারব। এ আর রহমান থাকবেন। কনসার্টটি তাঁর থিমেই হবে।’
কবে হবে সেই কনসার্ট? তানভীর আহমেদ টিটু জানিয়েছেন, প্রথমে পরিকল্পনা হয়েছিল অনুষ্ঠানটি করা হবে ১৭ মার্চ। এখন এটি নেওয়া হয়েছে মার্চের শেষ সপ্তাহে। সম্ভাব্য তারিখ ২৯ মার্চ। দিন-তারিখ নিয়ে এখনো আলোচনা চলছে।
জানা গেছে, শুধু এ আর রহমান নন, বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন সংগীত তারকাও পারফর্ম করবেন ওই কনসার্টে। বিসিবির আমন্ত্রণে এর আগেও বাংলাদেশে গাইতে এসেছিলেন এ আর রহমান। ২০১৮ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিসিবি সেলিব্রেশন কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছিলেন তিনি।