নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ ভিওআইপি ব্যবসা করার অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব-১১। গত শনিবার বিকেলে জালকুঁড়ির পশ্চিম পাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার দুই ভাই মো. সাইদুর রহমান (৩২) ও মো. হাসিবুল ইসলাম (২৯)।
গতকাল রোববার র্যাব-১১-এর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, অভিযুক্তরা বসতবাড়িতে ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে বিদেশি সার্ভার ভাড়া করে দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁরা মধ্যপ্রাচ্যের একটি কোম্পানির সহযোগিতা নিতেন। এ উপায়ে দুই ভাই প্রায় ২৮ কোটি টাকা মধ্যপ্রাচ্যে পাচার করেছে। বিটিআরসি কর্মকর্তাদের ভাষ্যমতে তাঁরা সরকারকে আনুমানিক ৩ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন।