হোম > ছাপা সংস্করণ

তরুণীকে পাচার চেষ্টার অভিযোগে আটক ৬

ডুমুরিয়া প্রতিনিধি

বিদেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৭) ভারতে পাচারের সময় ৬জনকে আটক করেছে র‍্যাব-৬ খুলনার সদস্যরা। গত রোববার ভারতের সীমান্তবর্তী কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ওই তরুণীকে উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। পরে তিনি আটক ব্যক্তিদের আসামি করে ডুমুরিয়া থানায় একটি মামলা করেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন, ডুমুরিয়া উপজেলার চেচুড়ি এলাকার মো. ফারুক গাজী (১৯), দহাকুল এলাকার সঞ্জীব কুমার মন্ডল (৫০), ঝিনাইদহের মহেশপুরের সামান্তা এলাকার মো. সাঈদ আনোয়ার ওরফে চঞ্চল (২৫), ভগবতিতলা এলাকার মো. আলী হোসেন মন্ডল (৪৫), সামান্তা চারাতলা এলাকার মো. ছয়ফাল মন্ডল (৪০) ও ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের এফ এম রফিকুল ইসলাম (৪০)।

গত রোববার দুপুরে র‍্যাব-৬ খুলনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর কোম্পানি কমান্ডার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লে. আবুল কালাম আজাদ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন