‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার বিভিন্ন স্থানে আলোচনা সভা, শোভাযাত্রা ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়েছে। জেলা-উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশেদুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক মোখলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন মনিসর চৌধুরী, সমাজকল্যাণ পরিষদের সম্মানিত সদস্য সাংবাদিক আব্দুল মতীন খান।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আইলা সমাজকল্যাণ সংগঠনের আওয়াল কবির জয়, প্রতিশ্রুতির প্রতিনিধি মনির হোসেন, আসিয়াবের প্রতিনিধি আব্দুস সামাদ, হিজড়া জনগোষ্ঠীর পক্ষে মিতুল প্রমুখ।
পরে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলার ৭২০ জনের মাঝে ১ হাজার করে মোট ৭ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে আলোচনা সভা ও সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. ফসিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পৌর কাউন্সিলর আমজাদ হোসেনসহ স্থানীয় সাংবাদিকেরা।
সভা শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ২৩ জন উপকারভোগীর মাঝে চার লাখ ১৭ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
ভাঙ্গুড়া (পাবনা) : পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম রবি প্রমুখ।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন, মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।