ঘাটাইল থেকে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার মধুপুর স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার রক্ষা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন আইটি সেন্টার রক্ষা কমিটির নেতারা।
এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার রক্ষা কমিটির সদস্যসচিব আতিকুর রহমান, দিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।