পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোবারক হোসেন (২৫) নামের এক যুবকের বিষপানে মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত বৃহস্পতিবার রাতে তিনি বিষ পান করেছেন। এ ঘটনায় তিনি গত শনিবার রাতে পাকুন্দিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা পারিবারিক কলহের জের ধরে তিনি বিষ খেয়েছেন। মোবারকের বাড়ি জেলার কটিয়াদী উপজেলার কড়েহা গ্রামে। মোবারক হোসেন পাকুন্দিয়া পৌর সদরের একটি বাসায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কটিয়াদীর কড়েহা গ্রামে মোবারকের আরেক স্ত্রী রয়েছেন। সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করে পাকুন্দিয়া পৌর সদরের একটি বাসায় ভাড়ায় ওঠেন। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তিনি বিষপান করেন। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বলেন, ময়নাতদন্ত শেষে মোবারকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় শনিবার রাতে পাকুন্দিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।