নয়ন রহমান
সুগন্ধির ব্যবহার সভ্যতার আদি থেকেই আভিজাত্যের পরিচয় বহন করে এসেছে। পুরুষ কিংবা নারী, যুবক কিংবা বৃদ্ধ–সব শ্রেণি-পেশার মানুষের কাছে যেমন এর কদর রয়েছে, তেমনি দামেও আছে আকাশপাতাল ব্যবধান। এ ব্যবধান তৈরি হয় মূলত সুগন্ধির জন্য ব্যবহৃত অ্যাসেনশিয়াল ওয়েলের কারণে।
মূলত হরিণের নাভি থেকে সংগ্রহ করা হতো এই কস্তুরি, যা মহামূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত। ১৯ শতক পর্যন্ত হরিণের নাভি থেকে সংগ্রহ করা বা প্রাকৃতিক কস্তুরি ব্যাপক হারে ব্যবহৃত করত রাজা-বাদশাহরা। অবৈধ হরিণ শিকার নিরুৎসাহিত করতে এখন সিনথেটিক উপায়ে এ সুগন্ধি তৈরি করা হয়। যেকোনো উৎসব আয়োজনে এর ব্যবহার খুবই মনোরম ও আদর্শ। যেহেতু এখন বিভিন্ন প্রতিষ্ঠান এটি কারখানায় তৈরি করে, তাই এর দামের পার্থক্য আছে। তবে সাধারণত এর ১০ বা ১৫ মিলিলিটারের একেকটি বোতলের দাম ৪ ডলার বা প্রায় ৩৩৫ টাকা থেকে ১৬ দশমিক ৯৯ ডলার বা ১ হাজার ৪৬৫ টাকা। তবে বিভিন্ন প্রতিষ্ঠান এটি তৈরি করে বলে দামের তারতম্য থাকতে পারে।
নারীদের জন্য তৈরি সুগন্ধি পারফিউমের ৮০ শতাংশ তৈরি হয় জেসমিন বা জুঁই ফুলের নির্যাস থেকে। জেসমিন ফুলের থেকে তৈরি খাঁটি এ সুগন্ধি খুবই দামি। প্রায় ২ হাজার পাউন্ড জেসমিন ফুল থেকে মাত্র এক পাউন্ড সুগন্ধি পারফিউম তৈরি করা যায় বলে এটি অত্যন্ত ব্যয়বহুল। ১ আউন্সের ৮ ভাগের ১ ভাগ বা ৩ দশমিক ৫৪ গ্রাম জেসমিন অ্যাসেনশিয়াল ওয়েলের দাম ৮৯ ডলার বা ৭ হাজার ৬৭৪ টাকা।
এটি সুলতানি সুগন্ধি নামে পরিচিত। ব্যয়বহুল আগরগাছ থেকে তৈরি হয় আউদ নামের এই বহুমূল্য সুগন্ধি। ফলে দামি সুগন্ধির তালিকায় এর অবস্থান ওপরের দিকে। মাত্র ২ শতাংশ আগরগাছ থেকে এই অউদ সুগন্ধি পারফিউম উৎপাদন করা যায় বলে এটি খুবই দামি এবং বিরল প্রকৃতির। এর শূন্য দশিমক ১ গ্রাম বা ১০০ মিলিগ্রাম অ্যাসেনশিয়াল ওয়েলের দাম ১১৫ ডলার বা ৯ হাজার ৯১৫ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই অ্যাসেনশিয়াল ওয়েল যেসব সুগন্ধিতে ব্যবহার হয়, সেসব সুগন্ধির ৪৬০ মিলিটারের দাম ৫ হাজার ডলার বা ৪ লাখ ৩১ হাজার টাকার বেশি।
সূত্র: মিডিয়াম,