আজকের পত্রিকা ডেস্ক
উগান্ডায় মার্কিন দূতাবাসে কর্মরত ১১ কর্মকর্তা-কর্মচারীর আইফোনে ইসরায়েলি কোম্পানি পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়ি পাতার অভিযোগ পাওয়া গেছে।
নিউইয়র্ক টাইমস জানায়, অ্যাপল কর্তৃপক্ষ উগান্ডা দূতাবাসে কর্মরত মার্কিন কর্মকর্তা-কর্মচারীদের গত বৃহস্পতিবার তাঁদের ফোনে পেগাসাস স্পাইওয়্যারের অনুপ্রবেশের বিষয়ে সতর্ক করে। কোনো দেশের উদ্যোগে এ গোয়েন্দাগিরি করা হয়েছে। তাই মোবাইলের সুরক্ষার জন্য অ্যাপলের নতুন সফটওয়্যার ব্যবহার করতে তাঁদের অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি দেশে দেশে পেগাসাস কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর গত মাসে সফটওয়্যারটি প্রস্তুতকারী কোম্পানি এনএসও গ্রুপ ও সহযোগী ক্যান্ডিরুকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘গণতন্ত্র সম্মেলনে’ মোবাইলে আড়ি পাতা নিয়ে আলোচনা হবে, যেখানে ইসরায়েলও থাকবে। মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল ও ইরাক ছাড়া কোনো দেশ এ সম্মেলনে আমন্ত্রণ পায়নি।