নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় এক বছর ধরে ‘ওপেন টেলিকম’ নামে কম্পিউটার কম্পোজ ও স্টেশনারির দোকান চালিয়ে আসছিলেন সালাউদ্দিন (৩২)। এমন ব্যবসার আড়ালে ওই দোকানে তৈরি হতো সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের জাল নথি। গতকাল রোববার বিকেলে সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানান। আজাদ বলেন, জাল সনদপত্র তৈরির মূল হোতা সালাউদ্দিন খিলক্ষেত মোহাম্মদিয়া চৌরাস্তার খাঁ পাড়ায় একটি দোকান পরিচালনা করে আসছিলেন। গত শনিবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্তকে নিজের দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে।