সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেছেন, যাঁরা ১৯৭১ সালে দেশের বিরোধিতা করেছেন, তাঁরা এখনো থেমে নেই। জামায়াত-শিবিরসহ দেশবিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের কিছু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে।
সাংসদ ডিউক গত বুধবার বিকেলে বদরগঞ্জ উপজেলায় এক আলোচনা সভায় এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার আশরাফগঞ্জ উচ্চবিদ্যালয়ের সম্প্রসারিত একাডেমিক ভবন এবং আশরাফগঞ্জ দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
সাংসদ ডিউক বলেন, ‘নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। শেখ হাসিনার হাতে নিরাপদে থাকে দেশ। এ কারণে মানুষ বর্তমান সরকারকে ভুলতে পারেন না।’