বিনোদন ডেস্ক
নতুন ইতিহাস গড়তে চলেছেন জিৎ। টালিউড সুপারস্টার এবার দর্শকদের মন ভরাবেন হিন্দি সংলাপে। ঈদ উপলক্ষে আগামী ২১ এপ্রিল আসছে তাঁর নতুন সিনেমা ‘চেঙ্গিজ’। সিনেমাটি শুধু বাংলায় নয়, একই সঙ্গে মুক্তি পাবে হিন্দিতেও। গতকাল চেঙ্গিজের হিন্দি টিজার প্রকাশ করে জিৎ জানিয়েছেন, একই দিনে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পাওয়ার ঘটনা বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথম। টিজারে জিতের কণ্ঠে হিন্দি সংলাপ শুনে ঝড় উঠেছে নেটপাড়ায়। সুপারস্টারকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।
গত বছরের এপ্রিলে চেঙ্গিজ সিনেমার ঘোষণা দিয়েছিলেন জিৎ। এরপর প্রকাশ্যে আসে ফার্স্ট লুক। পুরোদস্তুর অ্যাকশন ঘরানার এ সিনেমায় একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে জিতকে। ১৯৭০ থেকে ১৯৯০ সালের মাঝামাঝি কলকাতায় আন্ডারওয়ার্ল্ডের যে দাপট দেখা যেত, সেটা নিয়েই লেখা হয়েছে চেঙ্গিজের চিত্রনাট্য। কলকাতার নানা লোকেশনে সাত মাস ধরে হয়েছে শুটিং। এতে তাঁর নায়িকা হিসেবে আছেন ‘প্রেমটেম’খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।
টালিউডে ঈদ মানেই যেমন জিতের সিনেমা, বলিউডে তেমনি ঈদ উপলক্ষে নতুন সিনেমা মুক্তি দেন সালমান খান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ২১ এপ্রিল মুক্তি পাবে সালমানের ‘কিসি কি ভাই কিসি কা জান’। পূজা হেগড়ের সঙ্গে সালমানের এ সিনেমা নিয়েও ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বাংলার পাশাপাশি একই দিন বলিউডের বক্স অফিসেও লড়বে জিতের চেঙ্গিজ। বক্স অফিসে এবার তাই সালমান-জিৎ মুখোমুখি। বাংলা সিনেমার এমন শুভদিনে দেবসহ টালিউডের অন্য অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানাচ্ছেন জিতকে। কিসি কি ভাই কিসি কা জান ও চেঙ্গিজ—দুটি সিনেমাতেই রোমান্সের পাশাপাশি দর্শক পেতে চলেছেন মারদাঙ্গা অ্যাকশনের স্বাদ।